জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন -২০২৩
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২০২৩
গত ১২ ডিসেম্বর, ২০২৩ রোজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হয়। উক্ত ক্যাম্পাইনে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। তারই ধারাবাহিকতায় পাবনা পৌরসভার সহযোগিতায় আমরা এই প্রকল্প টি বাস্তবায়ন করতে সক্ষম হই। বাস্তবায়নে: জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ।
এই কর্মসূচিটি পাবনা পৌরসভার একটি ওয়ার্ড নিয়ে ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাস্তবায়িত হয়।
শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টি শক্তির জন্য ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ এক অণুপুষ্টি। এটি চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে থাকে। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ, শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, রক্তশূন্যতা- এমনকি, শিশুর মৃত্যুও হতে পারে।