Invest on our planet
আমাদের এই বিনিয়োগ পৃথিবীর জন্য এই প্রকল্প নিয়ে কাজ করে আমরা অনেক খুশি হয়েছি কেননা আমরা এই প্রকল্পের মাধ্যমে নিজের দেশের জন্য কিছু করতে পেরেছি এই প্রকল্প নিয়ে কাজ করে আমরা অনেক খুশি কেননা আমাদের দেশের প্রতি মায়া বেড়েছে এই প্রকল্প নিয়ে কাজ করে। এবং আমাদের ভবিসৎ এ দেশের জন্য আরে অনেক কিছু করার আগ্রহ বেড়েছে।
বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্ট বিভাগের একটি ইভেন্ট ছিল আমাদের এই বিনিয়োগ ধরণীর জন্য। এই ইভেন্টের শর্ত ছিল যে প্রত্যেক স্কাউট সদস্যদের গত ২৫ এ মার্চ রাত ৮:৩০ হতে ৯.৩০ পর্যন্ত এক ঘন্টা ঘরের সকল প্রকার বিদ্যুৎ সারবাহ বন্ধ রাখার জন্য। সেই ইভেন্ট বাস্তবায়ন রাখার জন্য বাংলাদেশ স্কাউটস এর হেড কোয়ার্টার থেকে আমাদের কে কিছু পোস্তার দেওয়া হয় আমরা ৭জন স্কাউট বন্ধু মিলে ৩ দিনে কাজ করে সেই পোস্টার গুলো জায়গায় জায়গায় লাগিয়েছি এবং অন্য স্কাউট বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে সেই খবর টি দিয়ে এসেছি
আমাদের এই কাজের জন্য অনেক সাধারণ মানুষের ও এটার উপর আগ্রহ হয়েছে তারাও দেশের প্রতি মায়া বাড়িয়েছে। এবং আমরা পরে জানতে পেরেছি যে তাদের মধ্যে অনেকই সেইদিন স্কাউটদের মত বিদ্যুৎ সারবারাহ বন্ধ রেখেছিল