হাম রুবেলা ক্যাম্পেইন
নয় মাস থেকে দশ বছরের কম বয়সী সকল শিশুকে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে হাম রুবেলার টিকা দিন। এই ক্যাম্পেইন বাস্তবায়ন এর লক্ষ্যে সহযোগিতা করা।
আমরা ৮জন রোভার ভিন্ন ভিন্ন জায়গায় এই হাম রুবেলা ক্যাম্পেইন সম্পর্কে অবগত করি এবং সার্ভিস দেই। ডিসেম্বর থেকে জানুয়ারি অব্দি সারা বাংলাদেশ এ এই কার্যক্রম পরিচালনা হয় এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা অব্দি কার্যক্রম করি। মানিকগঞ্জ সদর উপজেলা অফিসে আমরা এই কার্যক্রম করি। আমরা ক্রাউড কন্ট্রল এর পাশা পাশি মাইকিং করে অবগত করি।
নতুন একটি অভিজ্ঞতা হয়, আমরা প্রায় ১৫০০ শিশুদের মাঝে এই হাম রুবেলা টিকা প্রদান করতে সক্ষম হয়েছি এবং জনসচেতনতা সৃষ্টি হয়েছে, এই টিকা প্রদানের ফলে শিশুরা হাম রুবেলা রোগ থেকে মুক্তি পাবে। এবং কোনো প্রকার বাধা বিপত্তি সৃষ্টি হয়নি। সকলে সুন্দর ভাবে কাজ করেছে।