Profile picture for user S.M.M.Musabbir Uddin_1
Bangladesh

এসডিজি ও সমাজ উন্নয়ন ক্যাম্প ২০২৩

আমরা স্কাউট গ্রুপ, ঢাকা আরএসএল ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় আমরা এই কাজটি করতে পেরেছি। "আমরা স্কাউট গ্রুপ, ঢাকা" কর্তৃক আয়োজিত একটি ক্যাম্প হয়। ক্যাম্পের নাম হলো "সমাজ উন্নয়ন ক্যাম্প ২০২৩।" এই ক্যাম্পে উদ্দেশ্য হলো রোভার স্কাউটরা তারা তাদের সমাজ উন্নয়ন চারটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য এবং সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনের একটি নিয়ামক হিসেবে কাজ করবে।
প্রথম দিন আমরা গেলাম কালিগঙ্গা নদীর পাশের বস্তি। সেখানে লোকের জীবনযাপন ও নানা সমস্যা সম্পর্কে জানতে পেরেছি। দ্বিতীয় দিন ৫:৪৫ আমরা জেগে উঠেছিলাম। সকাল ৭:০০ টার দিকে আমরা গেলাম একটি স্কুলে। স্কুলের নাম ছিলো দিশারী স্কুল। আমরা সেখানে বৃক্ষরোপন, স্কুলের ছেলেমেয়ে এবং অভিভাবকদের মাঝে লিফলেট, গাছের চারা, গাছের বীজ দিলাম। পরে দিশারী স্কুলে আশেপাশে এলাকায় আমরা মানুষের মাঝে জনসচেতনতা, বৃক্ষরোপন অভিযান কার্যক্রম করা হয়েছিলো। সর্বশেষ র্যালি এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হলো।
আমরা জানতে পারি দিশারী মানুষ কীভাবে জীবন যাপন করে। এভাবে বাংলাদেশের বিভিন্ন বস্তি এলাকার মানুষের জীবনযাপন সম্পর্কে প্রাথমিক ধারণা পেলাম।
Started Ended
Number of participants
80
Service hours
13
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Literacy
Civic engagement
Leadership

Share via

Share