ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি- ২০২৩
আমার ভাই
"ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি-২০২৩"
'"নিজে সচেতন হই অন্যকে'ও সচেতন করি সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ গড়ি"'
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি এই মনোভাব নিয়ে UNICEF Bangladesh এর সহযোগিতায় গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পালিত হয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব, আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর ও সভাপতি গাজীপুর জেলার রোভার।
এই ডেঙ্গু সচেতনতা কার্যক্রম এর মাধ্যমে মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে আগ্রহী এবং ডেঙ্গু নির্মুল কার্যক্রম গ্রহনে কার্যকরি পদক্ষেপ নিতে সহায়তা করবে।মানুষ সচেতনতা সাথে ডেঙ্গু থেকে নিজেকে এবং দেশকে রক্ষারতে অংশ নিবে।
সেখানে নিষ্ঠার সাথে কাজ কাজ করেছে গাজীপুর জেলা রোভার ও গাজীপুর জেলা স্কাউটস এবং ইউনিসেফ সহ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট এর সদস্যবৃন্দ।
ও আমর কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ।
জমে থাকা পানিতে এডিস মশার জন্ম নেয়। কোন অবস্থাতেই যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখি,প্রয়োজনে তাতে লবণ ছিটিয়ে দেই কারণ লবণ পানিতে এডিস মশা জন্মাতে পারে না। বাইরে বের হলে অবশ্যই ফুলহাতা পোশাক পরিধান করি।
আমাদের বাড়ির চারপাশ সহ আশেপাশের পরিবেশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এবং নিজেসহ অপরকে কিভাবে সুস্থ রাখতে পারি। সবাই মিলে সচেতন থাকি ডেঙ্গু প্রতিরোধ করি।