Blood Donation

সকল রক্ত দাতাগণের রক্তদান দেখে আমি অনুপ্রাণিত হয়
২১/০৪/২৩ইং তারিখে আমার ১৮বছর পূরণ হয়।তাই আমি ১৩/০৫/২৩ইং তারিখে প্রথম রক্ত দান করি একজন ব্যাক্তিকে। তিনি একজন ডায়ালাইসিস রোগী। তার দুটি কিডনি-ই অকেজো।
রক্ত আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেন সাপ্লাই করা হয় & কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বের করে দেওয়া হয়। এই রক্ত পরিষ্কার করার জন্য দেহের দুটি কিডনি-ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা ধুমপানসহ বিভিন্ন খারাপ অভ্যাসের কারণে কিডনি নষ্ট করে ফেলছে; তারা মূলত তাদের নিজেদের ক্ষতি করছে। কৃত্রিম ভাবে রক্ত পরিষ্কার করাকে বলে ডায়ালাইসিস। এই ডায়ালাইসিস প্রতি মাসে করা লাগে & যা করা অনেক ব্যয় বহুল। ধূমপান সহ সকল খারাপ অভ্যাস থেকে দূরে থাকা প্রয়োজন।
Number of participants
1
Service hours
1
Beneficiaries
1
Location
Bangladesh
Topics
Health lifestyles
SDGS

Share via

Share