ভিটামিন-এ প্লাস ক্যম্পেইন
স্বাস্থ্য সকল সুখের মুল। সুস্বাস্থ্যর জন্য শিশুদের ভিটামিন এ ক্যাপ্সুল খাওয়ানো হয়। এতে শিশুরা বিভিন্ন রোগ থেকে রক্ষা পায়। এটি ছিলো এই ক্যাম্পেইন করার উদ্দেশ্য।
আমি এবং আমার দল মিলে ছোট বস্তি এলাকাগুলোতে গিয়ে গিয়ে মানুষকে সচেতন করি । বাচ্চাদের টিকা গ্রহন সম্পর্কে অভিভাবকদের জানাই এবং আমার দল এর সহযোগিতায় প্রায় ৪ মাস শিশুদের টিকা নেওয়া সম্পর্কে মানুষদের বিভিন্ন জায়গায় যেয়ে যেয়ে জানাই। তারপর নির্দিষ্ট দিনে বাচ্চাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। আমাদের পরিশ্রম এবং সকলের সহযোগিতায় আমরা একদিনে ২২০ জন বাচ্চাদের পলিও টিকা দিতে সফল হই
একতাই বল, এই প্রতিপাদ্য মেনে আমি আমার দলের সহযোগিতায় সকলে একতা বদ্ধ হয়ে কাজ করে মানুষকে সঠিক এবং গুরুত্বপূর্ন বিষয় সম্পর্কে জানাতে পারি এবং মানুষ এর উপকারে আসতে পেরেছি। একতা ভাবে কাজ করলে মানুষের উন্নয়ন মূলক কাজ গুলো খুব সহজে বাস্তবায়ন করা যায়