Profile picture for user nuhuhasan30@gmail.com
Bangladesh

ব্যক্তিগত নিরাপত্তা কর্মসূচি।

ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যেক পরিবারের নারী সদস্যদের শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার করলে দেশের মরণবাদী রোগের সংখ্যা তুলনামূলকভাবে কমে যাবে।
সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট এলাকার পার্শ্ববর্তী গ্রামে প্রায় চল্লিশটি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণে সেনেটারী প্যাড, স্যান্ডেল,সাবান,ব্রাশ এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়,যার কারণে তারা ভবিষ্যতে প্রাণঘাতি অসুখ বিসুখ থেকে মুক্তি পাবে।
ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতকরণে পরিবারের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে দেশের মরণব্যাধির মতো রোগ ও বিভিন্ন ধরনের সংক্রামক রোগ হতে রক্ষা পাওয়া যাবে।
Started Ended
Number of participants
48
Service hours
12
Beneficiaries
120
Location
Bangladesh
Topics
Youth Programme
Personal safety
Health lifestyles

Share via

Share