Profile picture for user shehaburrahman11
Bangladesh

বৃক্ষরোপণ

বাংলাদেশ স্কাউটস এর মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোয়ের অনুশাসনঃ ৫০ লক্ষ বৃক্ষরোপণ। বৃক্ষ আমাদের পরম বন্ধু। এ বিশ্বকে সুশীতল ও বাসযোগ্য করে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি ক্রমান্বয়ে কমতে থাকায় ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই।
"বাংলাদেশ স্কাউটস এর মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোয়ের অনুশাসনঃ ৫০ লক্ষ বৃক্ষরোপণা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ জুলাই ২০২৩ খ্রি: সরকারি এডওয়ার্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক দীক্ষা অনুষ্ঠানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচি মোতাবেক আমরা সরকারি এডওয়ার্ড কলেজের বিভিন্ন স্থান নির্বাচন ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে বৃক্ষরোপণ কার্যক্রমটি সম্পন্ন করি।
পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিনিয়ত বৃক্ষ রোপণ করার পাশাপাশি বৃক্ষনিধণ রোধ করা প্রয়োজন। । বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না বরং মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে।
Started Ended
Number of participants
12
Service hours
6
Beneficiaries
6000
Location
Bangladesh
Topics
Humanitarian action
Clean Energy
Legacy BWF
Peacebuilding

Share via

Share