Profile picture for user sany ahmed_1
Bangladesh

বন্যা বিপর্যয়ে মানবতার হাত।

নোয়াখালী জেলার চাটখিলে বন্যায় মানুষের অবস্থা ভয়াবহ ছিল। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে আমরা শুকনো খাবার নিয়ে রওনা দিলাম। রোভার স্কাউটদের মূলমন্ত্র হলো সেবা। সেবা ও প্রতিজ্ঞার প্রতি ভালোবাসা থেকে আমরা বিপদগ্রস্ত মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা প্রদান করতে গেছি।
আমরা ক্রিস্টাল ওপেন স্কাউটসের সদস্যরা এবং মডেল স্কুলের কিছু তরুণ সদস্যদের নিয়ে নোয়াখালীর চাটখিলে কাজ সম্পূর্ণ করার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের এই মহৎ কাজের জন্য সহায়তা করছেন আমাদের দলের রোভার স্কাউট লিডার এবং সকল রোভার সদস্যরা, সেইসাথে মতিঝিল মডেল স্কুল ও কলেজ স্কাউট গ্রুপের সদস্যরাও। একসাথে আমরা এই উদ্যোগকে সফল করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
একসাথে কাজ করার মাধ্যমে আমরা দলগত কাজের গুরুত্ব এবং সহযোগিতার মানসিকতা শিখতে পারি। সংকট মোকাবেলার জন্য কার্যকরী পরিকল্পনা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের উন্নত করে। এছাড়া, সেবার মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং মানুষের প্রতি দায়িত্বশীলতা অনুভব করার সুযোগ পাওয়া যায়। প্রকৃত পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা আমাদের আরও সক্ষম করে তোলে। বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শেখার মাধ্যমে আমাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। এই শি
Started Ended
Number of participants
1
Service hours
50
Beneficiaries
301
Location
Bangladesh
Topics
Better Choice
Youth Programme
Communications and Scouting Profile

Share via

Share