বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান জনসচেতনতা সৃষ্টি।

প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশু,নারী,বৃদ্ধদের সাহায্য করে পাশে দাড়ানোই আমার প্রেরনা। ওই অঞ্চলের বসবাস কারী প্রতিটি সাদারণ জনগন সুবিধা বঞ্চিত ও তারা স্বাস্থ সম্পর্কে উদাসীন। তাদের সাথে স্বাস্থ্য বিষয়ে আলোচনা সচেতনতা সৃষ্টি আমার প্রেরণা।

বাংলাদেশের পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের এক গ্রাম হলো বোগাবিলি যেখানের মানুষ বসবাস করে দারিদ্র সীমার নিচে। শতকরা ৮০/৯০% লোক নিন্মবিত্ত ও কৃষিজীবি। তাদের অধিকাংশ ই অশিক্ষিত। তারা পড়াশোনা না জানায় তাদের মধ্যে রয়েছে স্বাস্থ্য বিষয়ে অজ্ঞানতা ও পরিবেশে সম্পর্কে অসচেতনতা। আমি ১২ই মার্চ তাদের সাথে উঠান বৈঠকে বসি সেখানে ৩৮ জন সদস্য ছিলো বেশীরভাগ ই নারী ও বৃদ্ধ ছিলো। তাদের সাথে স্বাস্থ্য ও সুস্থ থাকার৷ বিষয় এ আলোচনা ও সচেতনতা সৃষ্টি করি।

এই প্রকল্পে আমার সুযোগ হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাওয়ার তাদের সাথে কথা বলে আমি তাদের অসুবিধার কথা জানতে পেরেছি । এবং চেষ্টা করেছি তাদের সমস্যা সমাধান করার।

Number of participants
2
Service hours
5
Beneficiaries
38
Location
Bangladesh
Topics
Civic engagement
Health lifestyles
Nature and Biodiversity

Share via

Share