বাড়ি বাড়ি গিয়ে শীত বস্র সংগ্রহ ও বিতরন ২০২৩
অনেকজন মিলে কোনো কাজের উদ্যোগ নিলে খুব সহজে তা করা সম্ভব হয়। নেতৃত্ব সঠিক ভাবে দিলে যেকোনো প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়।
দিনাজপুর জেলা রোভার কতৃক আয়োজিত হয় বাড়ি বা্রি গিয়ে শীত বস্র সংগ্রহ ও বিতরন ২০২৩। বাড়ি বাড়ি গিয়ে মানুষের অপ্রয়োজনীয় কাপড় গুলো সংগ্রহ করা হয় এবং শীতার্ত মানুষদের মাঝে তা বিতরণ করা হয়। সম্পূর্ণ রুপে না হলেও কিছু পরিমান হলেও তাদের হাতে শীতের কাপড় তুলে দিতে আমরা সক্ষম হয়েছিলাম।
নেতৃত্ব সঠিক নিয়ম এ দিতে পারলে এবং ইচ্ছা শক্তি কঠোর রাখলে মানুষের পাশে দাড়ানো যায় এবং মানুষের মুখে হাসি ফোটানো যায়। দশের লাঠি একের বোঝা।