আর নয় ভয়, করোনাকে কর জয়।

শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন সম্পর্কে সচেতন করা ও তাদের ভ্যাক্সিন নেওয়া অতি প্রয়োজনীয়।এর মাধ্যমে করোনা থেকে তাদের এবং অন্যদের সুরিক্ষিত রাখা সম্ভব । তাদের ভ্যাক্সিন এর মাধ্যমে সুরক্ষা প্রদান করার ইচ্ছা থেকে আমাদের তাদের ভ্যাক্সিন কার্যক্রমে অংশগ্রহণ করা।
করোনা মহামারীর সময় যখন টিকাদান কর্মসূচি শুরু হয় তখন আমাদের বর্ণমালা আদর্শ স্কুল ও কলেজকে টিকাদান কর্মসূচির কেন্দ্র হিসাবে দেওয়া হয়। এই কর্মসূচি পালনে ৪ জন টিকাদান কর্মী আসেন। তাদের সাথে সম্মিলিত ভাবে টিকাদানে সহায়তা প্রদান করি। ৩দিনের এই কর্মসূচীতে প্রতিদিন ৪০০টি 'ফাইজার' করোনা টিকা স্কুল শিক্ষার্থীদেরকে দেওয়া হয়। এই করোনা মহামারী মোকাবিলায় শিক্ষার্থীদের মধ্যে টিকাদান কর্মসূচির মাধ্যমে সহায়তা করতে পেরে আমরা সকলেই খুব আনন্দিত ছিলাম। এমনকি আমরা নিজেরাও তখন টিকা নিয়েছিলাম।
আমরা শিখেছি কিভাবে মহামারী থেকে রক্ষা পেতে সচেতন হতে হয় এবং কিভাবে ভ্যাক্সিনের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখা যায়।
Started Ended
Number of participants
1
Service hours
18
Beneficiaries
500
Topics
Personal safety
Healthy Planet
Youth Engagement

Share via

Share