সাপ্তাহিক ক্রু মিটিং ও পুরাতন পাঠ
সাপ্তাহিক ক্রু মিটিং ও দড়ির কাজ ক্লাস ০৮-০৯-২০২৪ইং | রোজ রবিবার সরকারি কালিগন্জ শ্রমিক কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাপ্তাহিক ট্রুপ ও ক্রু মিটিং। উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন সরকারি কালিগন্জ শ্রমিক কলেজ রোভার স্কাউটস গ্রুপের গ্রুপ স্কাউট লিডার । এছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি কালিগন্জ শ্রমিক কলেজ রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার এবং সদস্যবৃন্দ। আজকের সাপ্তাহিক ট্রুপ ও ক্রু মিটিং এর কিছু স্থির চিত্র। আমাদের স্লোগান "সততা ও নিষ্ঠার সাথে যেতে হবে শ্রেষ্ঠত্বের পথে" অত্র মিটিং এর আলোচ্যে বিষয় ছিলো:- 🔶 প্রার্থনা সঙ্গীত🔶 স্কাউটের ৭ টি প্রাথমিক গেরো 🔶 পাইওনিয়ারিং ও দড়ির কাজ