রক্তদান কার্যক্রম
একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন। সবাই রক্ত দানে এগিয়ে আসি, মুমূর্ষু রোগীর পাশে দাড়াই। রক্ত দানে হয়না ক্ষতি, জাগ্রত হয় মানব অনুভূতি। যেখানেই রক্ত দিতে পারেন, সেখানে এক ব্যাগ রক্ত অনেক মানুষের জীবন দিতে পারে। আমি কিছু রক্তদাতার সাথে কথা বলে অনুপ্রাণিত হয়েছি। এই অনুপ্রেরণা থেকেই আমি আমার কাজ শুরু করি। প্রকল্পটি কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত হয়।
আমাকে রক্ত দেওয়ার জন্য বলা হয়েছিল। সন্তান জন্ম দেয়ার পর মায়ের এ পজেটিভ রক্ত প্রয়োজন ছিল এই চ্যালেঞ্জের মাধ্যমে আমি আসলে রক্তদানের উপায়ের মাধ্যমে মানুষের অভাবের ক্ষেত্রে সাহায্য করতে পেরেছি। এরকম ভাবে যদি আমরা মানুষের পাসে থাকি তাহলে কোন মানুষের সমস্যা হবে না।
প্রতি তিন মাসে রক্ত দান করার মাধ্যমে, রোগীর জীবনধারা কেনাকাটা করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা অনেক উপকারি। এটি অস্বাভাবিক নয় এমন মানুষের মধ্যে মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে অগ্রগতি হতে পারে। আমি এভাবে মানুষের পাসে দাঁড়াতে পড়ে অনেক ভালো লেগেছে। আর সব সময় এভাবে মানুষের পাসে থাকতে চাই সারা জীবন।