
পরিবেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কর্মসূচি।
হেলো,
আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। দক্ষিণ এশিয়ায় অবস্থিত ছোট একটি দেশ বাংলাদেশ এর নাগরিক। আমাদের বর্তমান বিশ্বে প্রতিনিয়ত পরিবেশ দূষণ হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষের মধ্যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার প্রবণতা খুব বেশি। এতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়, যার কারণে আমরা ধীরে ধীরে পরিবেশে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছি।
এই প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পরিবেশ পরিস্কার কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে খেলার মাঠ, রাস্তার পাশের ময়লা আবর্জনা পরিস্কার কার্যক্রম করেছি। পাশাপাশি, সাধারণ মানুষকে রাস্তাঘাট, খেলার মাঠ ইত্যাদি সকল জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সচেতন করেছি।