করোনা প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম

আমরা মানুষকে করোনা এর হাত থেকে বাচানোর উদ্দেশ্য নিয়ে মানুষদের করোনা ভাইরাস বিষয়ে সচেতন ও তাদের করোনা প্রতিরোধ টিকা কার্যক্রম এর সাথে যুক্ত থাকার চেষ্টা করি। আমরা নির্দিষ্ট এলাকায় এলাকায় মাইকিং করে সাধারণ মানুষ কে করোনা ভাইরাস এর বিষয় ধারনা দেই এবং তার পর একটি নির্দিষ্ট কেন্দ্রে সাধারণ মানুষ দের জাতিয় পরিচয় পত্র বা তাদের জন্মনিবন্ধন এর ভিত্তিতে করোনা প্রতিরোধক তিনটি টিকা প্রদান করি মানিকগঞ্জ পৌরসভার সার্বিক সহোযোগিতায় । আমরা ধারাবাহিক ভাবে মানিকগঞ্জের ৯ টি ওয়ার্ড এ টিকা দিতে সক্ষম হই ।এতে করে মানুষ আগের তুলনায় নিজেদের কাজ সাভাবিক ভাবে চালিয়ে যেতে পারবে এবং তারা করোনা ভাইরাস থেকেও নিরাপদে থাকবে ।তার সাথে সাথে তাদের নাম ও ঠিকানা আমরা অনলাইন মাধ্যমেও আপডেট করে দেই গর ফলে তাদের বিদেশ ভ্রমন ও করতে পারবে । আমরা সকল স্তরের মানুষ এর মাঝে গিয়ে তাদের এই করেনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে পেরেছি এবং তাদের কে আবার তাদের সাধারন জীবনে সাভাবিক ভাবে পৌছে দিতে পেরেছি । এর সাথে সাথে টিকা কর্মিদের সাথে থেকে ট্রিনিং নিয়ে টিকা প্রদান করাও সিখেছি ।
Topics
Health lifestyles
Healthy Planet
Nature and Biodiversity
SDGS

Share via

Share