জোটা জোটি-২০২৩,
মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপ থেকে, আমরা সকল স্কাউট সফলতার সাথে জোটা জুটি ২০২৩ এ অংশগ্রহণ করেছি | ২০ থেকে ২২ শে অক্টোবর ২০২৩, সকল স্কাউট বৃন্দ অতি প্রফুল্লতার সাথে তাদের সকল চ্যালেঞ্জ এ অংশগ্রহণ করেন | আমাদের ইউনিট লিডার জনাব 'হোসেন শরীফ আহমেদ আমাদের সকলকে কাজটি সম্পন্ন করতে উৎসাহিত করেন | আমরা সকল স্কাউট এই জাম্বুরিতে অংশগ্রহণ করে নিজেদের আত্ম উন্নয়ন ঘটাতে চেষ্টা করেছি| এই জাম্বুরির মাধ্যমে আমরা বিশ্বের স্কাউট বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি| জোটা জুটি ২০২৩ জাম্বুরি আমাদের বহু জীবনমুখী শিক্ষা দিয়েছে, যা স্কাউটদেরকে সবার থেকে এক কদম এগিয়ে থাকতে সহযোগিতা করবে।