Profile picture for user fahad ahmed omio
Bangladesh

"জাতীয় সংবিধান দিবস ২০২২"এর আলোচনাসভায় অংশ গ্রহন

০৪ নভেম্বর ২০২২ তারিখে জেলা প্রশাসন, মানিকগঞ্জ কর্তৃক "জাতীয় সংবিধান দিবস ২০২২" উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয়। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন সম্মানিত সিভিল সার্জন, মানিকগঞ্জ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়, পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এর সাথে উপস্থিত ছিলো মানিকগঞ্জ জেলা রোভারের সদস্য বৃন্দ রা । রোভার দের অংশ গ্রহনে উক্ত আলোচনা সভা আরো সুন্দর ও সু শ্রিঙ্খল হয়
Topics
Communications and Scouting Profile
Growth
Interpersonal skills

Share via

Share