আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস পালন
২১শে ফেব্রুয়ারী ভাষা শহীদের স্মরণে সরকারি কালিগন্জ শ্রমিক কলেজ রোভার স্কাউট কর্তৃক শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। মাতৃভাষার আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি খুব পুরনো কথা নয়। ২১ ফেব্রুয়ারি, সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্বপ্ন, তার জন্ম এবং অবশ্যই ঐতিহ্যের নানা কথা। কিন্তু সেই ইতিহাসে রয়েছে আত্মত্যাগ, নিরলস সংগ্রাম এবং হার না মানা মনোভাব। সেই সব কিছু মিলিয়েই পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।