Profile picture for user MD SOJIB HOSSAIN_1
Bangladesh

৭ম জাতীয় কমডেকা-২০২৫

বৈষম্যহীন সমাজ বিনির্মানে স্কাউটিং এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত ১৯-২৫ ইং ফেব্রূয়ারি -২০২৫ তারিখ এ হার্ড পয়েন্ট সিরাজগঞ্জ এ অনুষ্ঠিত হয়েছে ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প। উক্ত ক্যাম্পে রোভার রা অনগ্রসর জনগুষ্টিকে বিভিন্ন সেবা মুলক কাজ করে সমাজের মুলধারায় আসতে সচেতন করে, রোভাররা বিনামূল্য তে চিকিৎসা সেবা, রাস্তা তৈরি ও মেরামত, মানুষের মাঝে নিরাপদ স্যানিটেশন তৈরি ও বিতরন, জুতা বিতরন, সাবান মাক্স ও প্যাড সহ ইত্যাদি ভিন্ন ভিন্ন সামগ্রি বিতরন করে। এছাড়া রোভারও গার্ল-ইন রোভাররা ক্যাম্পের অংশ হিসেবে, হাইকিং, ক্যাম্পিং, ভিন্ন ভিন্ন অবস্টাকল,ক্যারিয়ার প্লানিং, ফিল্যান্সিং, জিডিভি ইত্যাদি নানা সেবা নামক চ্যালেন্জ এ অংশ নেয়। নানা আনন্দে আর শিক্ষার মাধ্যমে এই কম্পে সমাপ্ত হয়।
Topics
Communications and Scouting Profile
Good Governance
Youth Programme

Share via

Share