১৬৬-তম বিপি দিবস উজ্জাপন ২০২৩
গত ২২ ফেব্রুয়ারী ২০২৩ বাংলাদেশ স্কাউটস ,মানিকগঞ্জ জেলা এর আয়োজিত বিশ্ব স্কাউটস'র জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র ১৬৬ তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সেমিনার রুমে আয়োজন করাহয় এই বিপি দিবস এর । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি : জানাব মুহাম্মদ আব্দুল লতিফ (জেলা প্রশাসক ও সভাপতি বাংলাদেশ স্কাউটস ,মানিকগঞ্জ জেলা) সভাপতি : জনাব সানোয়সরুল হক ( অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও কমিশনার বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা) উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্পাদক বাংলাদেশ স্কাউট ,মানিকগঞ্জ জেলা । পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানে সুচনা হয় এর পরে পার্থনা সংগীত এবং পর্যায় ক্রমে বক্তব্য রাখেন সকল স্কাউট লিডার বৃন্দরা । এর পর বিপির জীবনি প্রদর্শনী করাহয় । এবং একজন কাব একজন স্কাউট ও একজন রোভার তাদের নিজেদের মতো করে বিপির সম্পূর্ণ জীবনি উপস্থাপন করেন । এর পর জেলাপ্রশাসক কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানে স্মাপ্তি করেন । উল্লেখ্য, রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলনে বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করেন।