Profile picture for user fahad ahmed omio
Bangladesh

১৬৬-তম বিপি দিবস উজ্জাপন ২০২৩

গত ২২ ফেব্রুয়ারী ২০২৩ বাংলাদেশ স্কাউটস ,মানিকগঞ্জ জেলা এর আয়োজিত বিশ্ব স্কাউটস'র জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল’র ১৬৬ তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সেমিনার রুমে আয়োজন করাহয় এই বিপি দিবস এর । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি : জানাব মুহাম্মদ আব্দুল লতিফ (জেলা প্রশাসক ও সভাপতি বাংলাদেশ স্কাউটস ,মানিকগঞ্জ জেলা) সভাপতি : জনাব সানোয়সরুল হক ( অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও কমিশনার বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা) উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্পাদক বাংলাদেশ স্কাউট ,মানিকগঞ্জ জেলা । পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানে সুচনা হয় এর পরে পার্থনা সংগীত এবং পর্যায় ক্রমে বক্তব্য রাখেন সকল স্কাউট লিডার বৃন্দরা । এর পর বিপির জীবনি প্রদর্শনী করাহয় । এবং একজন কাব একজন স্কাউট ও একজন রোভার তাদের নিজেদের মতো করে বিপির সম্পূর্ণ জীবনি উপস্থাপন করেন । এর পর জেলাপ্রশাসক কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানে স্মাপ্তি করেন । উল্লেখ্য, রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলনে বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করেন।
Topics
Leadership
Youth Engagement
Communications and Scouting Profile

Share via

Share