স্কাউট এর জনক লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৪তম জন্মবার্ষিকী ২০২১

স্কাউট এর জনক লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৪তম জন্মবার্ষিকী ২০২১

বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট জেনারেল রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেল পাওয়েল অব গিলওয়েল (বিপি)'র ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা স্কাউট ও নোয়াখালী জেলা রোভারের আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। আজ (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ স্কাউট নোয়াখালী জেলার স্কাউট ভবনে কেক কেটে (স্কাউট-রোভার) এর সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বেলুন উড়িয়ে এই দিবস উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জেলা রোভার ও জেলা স্কাউটের দুইটি ব্যানার যৌথ ভাবে র‍্যালির মাধ্যমে মাইজদী টাউন হল হয়ে জেলা প্রেসক্লাব ও শিল্পকলা একাডেমী অতিক্রম করে পুনরায় জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে সমাপ্ত করেন।
Number of participants
9
Service hours
27
Topics
Youth Programme
Personal safety
Growth
Partnerships
Communications and Scouting Profile
Global Support Assessment Tool

Share via

Share