পরীক্ষার্থীর পাশে—শান্তিপূর্ণ চলাচলে আমরা সহায়

আমার প্রেরণা হলো—একটি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গড়ে তোলা, যেখানে সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারে, বিশেষ করে শিক্ষার্থীরা যেন তাদের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কোনো বাধার সম্মুখীন না হয়।
আমরা এইচএসসি পরীক্ষার সময় ৫ দিন, প্রতিদিন ১০ জন স্বেচ্ছাসেবক নিয়ে ৪টি পরীক্ষাকেন্দ্র এলাকায় দায়িত্ব পালন করেছি। আমরা পথচারী ও যানবাহনকে সঠিকভাবে পরিচালনা করে প্রায় ৫০০০ পরীক্ষার্থী যাতে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে তা নিশ্চিত করেছি। যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা বজায় রাখা আমাদের মূল লক্ষ্য ছিল।
এই কাজের মাধ্যমে আমি শিখেছি—সচেতনতা, ধৈর্য ও সহযোগিতার মাধ্যমে আমরা বড় পরিবর্তন আনতে পারি। সড়ক নিরাপত্তা ও সময়মতো পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে পারা আমাদের জন্য একটি বড় সাফল্য ও আনন্দের বিষয়। কমিউনিটির জন্য এই দায়িত্ব পালন করে মনে হয়েছে—ছোট একটি উদ্যোগ থেকেও সমাজে বড় ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব।
Started Ended
Number of participants
10
Service hours
50
Beneficiaries
5000
Location
Bangladesh
Topics
Civic engagement
Peacebuilding
Personal safety

Share via

Share