
প্লাস্টিক বোতল অপসারণ
ছোট এই উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আসুন, আমরা সবাই দায়িত্ব নিই পরিবেশ রক্ষায় একসাথে এগিয়ে চলি
গ্লোবাল এস ডি জি উৎ সাবমিট ২০২৪ ১৪ থেকে ১৫ ডিসেম্বর মিলিটারি মিউজিয়াম এ অনুস্তিত হয় সেখানে আমি ভলিণ্টিয়ার ছিলাম আয়জন শেষে লোকেরা প্লাস্তিক বোতল ফেলে যায় সেগুল সংরক্ষণ করে তা এক ভাঙ্গারি ওয়ালা কে বিতরন করে দি।
পরিবেশ রক্ষা শুধু নীতিগত আলোচনা বা ইভেন্টের থিম হওয়া উচিত নয়, বরং এটি আমাদের প্রতিদিনের অভ্যাসের অংশ হওয়া প্রয়োজন। আসুন, আমরা সবাই ব্যক্তি পর্যায়ে পরিবেশের প্রতি দায়িত্ববান হই এবং যেখানে-সেখানে প্লাস্টিক ফেলার অভ্যাস পরিবর্তন করি। আমাদের সচেতন পদক্ষেপেই গড়ে উঠবে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ