পবিত্র ঈদ উপলক্ষে লঞ্চঘাটে যাত্রী সেবা।
ঈদের বাকি আর কিছু দিন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাড়ীর টানে বাড়ি ফিরতে ঘর ফেরা মানুষের চাঁদপুর লঞ্চ ঘাটে উপচে পড়া ভিড়। তাদেরকে সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক ভাবে কাজ করে চলেছে চাঁদপুর জেলা রোভার স্কাউট এর বিভিন্ন ইউনিট।
যারা ঈদ উপলক্ষে কোথাও যাতায়াতের উদ্দেশ্যে যে কোন গন পরিবহন ব্যাবহার করবেন, তারা একটু সাবধানে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন। গতকাল রাতে, চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা - আব এ জম জম লঞ্চের ছাদে, ১৮/১৯ বছর বয়সী এক যুবককে ( চাদপুরের বাসিন্দা) অচেতন অবস্থায় পাওয়া যায়। তার সাথে তার এক আত্মীয় সাথে থাকায় কোন জিনিস পত্র হারানো যায়নি। তবে সকলের সন্দেহ এটা কোন মলম / অজ্ঞান পার্টির কাজ।
অতঃপর লঞ্চ চাঁদপুর ঘাটে থামলে, আমাদের রোভার স্কাউট স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় তাকে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং লঞ্চ ঘাট পুলিশ ফাড়িতে সাধারণ ডায়রি করা হয়।
তাই ঈদ উপলক্ষে ঘরে ফেরা মানুষরা সর্বদা সতর্ক ও সচেতন থাকবেন।
এবং কোন সমস্যায় পড়লে আপনার আশেপাশের স্বেচ্ছাসেবক ও পুলিশের মাধ্যমে আইনের সহয়তা গ্রহন করবেন।