গাছের ঝরে পড়া পাতা পরিষ্কার কার্যক্রম
পরিবেশকে সুন্দর রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে৷ অপ্রোয়জনীয় জিনিসগুলোকে সুন্দর পরিবেশ থেকে দূরে ফেলতে হবে।
আমি আমার দল নিয়ে প্রিন্সিপাল সারের অনুৃমতি নিয়ে একটি ছোট পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই নিজ প্রতিষ্ঠান এ। বৃষ্টির হওয়ার ফলে গাছের পুরোনো পাতা গুলো ঝরে পরে এই জন্য চারদিকের পরিবেশ দেখতে অসুন্দর লাগে। আমরা ঝরে যাওয়া পাতা গুলি ধীরে ধীরে পরিষ্কার করতে সক্ষম হই। এর ফলে প্রতিষ্ঠানটি দেখতেও সুন্দর হয়ে উঠে।
এর ফলে আমরা অন্য সাধারন শিক্ষার্থীদের বোঝাতে পারি যে আমরা রোভাররা যেকোনো কাজে সবার আগে যাই এবং তা সঠিক ভাবে পালনও করি। আমাদের কাজ করতে দেখে অনেকজন এ আমাদের সাহায্য করে।