আখাউড়া বন্যার্তদের জন্য স্কাউটদের মেডিকেল সেবা

বন্যায় ক্ষতিগ্রস্ত আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর ও রাজেন্দ্রপুর গ্রামের মানুষ মারাত্মক চিকিৎসা সংকটে পড়েছে। পানিবন্দি অবস্থায় অনেকেই জ্বর, চর্মরোগ, ডায়রিয়া ও ইনফেকশনে ভুগছেন। হাসপাতাল বা ওষুধের অভাবে দুর্ভোগ চরমে। সুর্যসৈনিক রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ ও শহীদ সিদ্দিক মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে স্থানীয় চিকিৎসকদের সহায়তায় স্বল্প পরিসরের একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এতে প্রায় ২৫০ জনের বেশি রোগী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
প্রদত্ত ওষুধ ও স্বাস্থ্যসেবা চিকিৎসা গ্রহণকারীদের মাঝে সরবরাহ করা হয় জ্বর ও ব্যথার ওষুধ, ওরাল স্যালাইন ও জিঙ্ক, চর্মরোগের ক্রিম ও অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক (মেট্রোনিডাজল, এমোক্সিসিলিন), শিশুদের ভিটামিন ও কাশির সিরাপ, নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন চিকিৎসকদের পরামর্শে রোগীদের ওষুধ সরবরাহ করা হয় এবং কিছু রোগীকে ভবিষ্যতের জন্য রেফারও করা হয়।
এই উদ্যোগ আমাদের শিখিয়েছে প্রকৃত মানবিকতা শুধু খাবার নয়, সময়মতো চিকিৎসা ও সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়াতেই প্রকাশ পায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও স্কাউট প্রতিজ্ঞার অংশ।
Started Ended
Number of participants
1
Service hours
30
Beneficiaries
250
Location
Bangladesh
Topics
Clean Energy
Peacebuilding
Personal safety

Share via

Share