Profile picture for user hasanmahmudsohan
Bangladesh

ট্রাফিক সপ্তাহ কর্যক্রম

আজকের বাংলা, দেশ হবে জনতার। সদ্য দেশের সরকার পতনের সাথে সাথে নানা দিক সমস্যার সৃষ্টি হয়। তারই একটা হলো পুলিশেদর কর্মবিরতি। যার ফলে সারাদেশের সড়কগুলোতে যানজট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস এর নির্দেশনায় আমরা ট্রাফিক সপ্তাহ পালনে উদ্ধুদ্ধ হই।

দেশের আইন শৃঙ্খলা বাহীনি ভেঙে পড়ার পর নিরাপদ সড়ক অভিযান ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম করে থাকেন রোভার স্কাউট সাধারণ জনগণ। আমরা সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কাজ করে থাকি। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে টাউন পর্যন্ত আমরা সবাই মিলে কাজ করে থাকি। আমরা কাজের সময় সাধারণ মানুষ আমাদের পানি স্যালাইন বিস্কুট আরো অনেক কিছু দিয়ে আমাদের সাহায্য করে থাকেন। আমাদের সাথে আনসার ব্যাটেলিয়ন, ফায়ার সার্ভিস এর সদস্যরা কাজ করে থাকেন। জেলার অনেক গুলো ইউনিট মিলে আমরা ট্রাফিক সেবার কাজ করি।

এই ট্রাফিক সপ্তাহে কাজ করে আমি বাংলাদেশের বিভিন্ন সড়কের পরিবহনগুলো সম্পর্কে ধারণা পেয়েছি। এছাড়াও দেশে প্রচলিত ট্রাফিক রুলস ও আইন সম্পর্কে জেনেছি। এর পাশাপাশি অন্যদেরকেও রুলস জানাতে ও মানতে উৎসাহিত করেছি।

Started Ended
Number of participants
1
Service hours
54
Beneficiaries
900
Location
Bangladesh
Topics
Better Choice
Communications and Scouting Profile
Good Governance

Share via

Share