Profile picture for user hasanmahmudsohan
Bangladesh

সুপেয় পানির ব্যবস্থা

প্রথিকের জন্য ব্যবহৃত রাস্তার পাশে নষ্ট হয়ে থাকা টিউবওয়েল মেরামত করার উদ্যোগ নিয়েছি। আমরা যদি নষ্ট হয়ে থাকা টিউবওয়েল ঠিক করে দিতে পারি তাহলে প্রথিকরা একটু শান্তি পাবে। তাই আমরা আমাদের গ্রামে ঘুরে ঘুরে ৩ জন মিলে ৩ টি নষ্ট হয়ে থাকা টিউবওয়েল মেরামত করতে পেরেছি। আমরা যদি এমন ভাবে নষ্ট হয়ে থাকা টিউবওয়েল মেরামত করি তাহলে লোকেরা অনেকটা উপকৃত হবে।

পানির অপর নাম জীবন, পানি আমাদের সবসময় প্রয়োজন তাই যেখানে সেখানে নষ্ট হয়ে থাকা টিউবল মেরামত করার চেষ্টা করা উচিত, এতে সবারই উপকার হয়। আর এই গরমে অনেক মানুষ একটু শান্তি পাবে। সেই সাথে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি।

আমরা এই টিউবওয়েল মেরামত করার উদ্যোগ নিয়ে অনেকটা ভালো লাগছে এবং মানুষকে উপকার করতে পেরেছি। আর নিরাপদ পানি কিভাবে কিভাবে ব্যবহার করবো সেটা লোকেদের জানাতে পেরেছি।

Number of participants
4
Service hours
6
Beneficiaries
250
Location
Bangladesh
Topics
Humanitarian action
Health lifestyles
Youth Engagement

Share via

Share