
শীতবস্ত্র বিতরণ
শীতের সময় অনেক গরিব মানুষ শীতে কষ্ট পায়, অথচ আমাদের ঘরে অনেক ব্যবহারযোগ্য কাপড় থাকে যেগুলো আমরা আর পরি না। এসব কাপড় যদি ঠিকভাবে সংগ্রহ করা যায়, তাহলে অনেক মানুষের উপকার হবে—এই চিন্তা থেকেই এই সংগ্রহ অভিযানের উদ্যোগ নিই।
প্রথমে আমরা একটি স্কাউট টিম তৈরি করি। পরে সামাজিক মাধ্যমে, পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে পুরাতন ও ব্যবহারযোগ্য শীতবস্ত্র দেয়ার জন্য উৎসাহিত করি। আমরা নির্দিষ্ট স্থান ও সময় ঠিক করে কাপড় সংগ্রহ করি। সংগ্রহকৃত শীতবস্ত্রগুলো পরিচ্ছন্নভাবে প্যাকেট করে বিতরণের উপযোগী করে সংরক্ষণ করি এবং তা বিতরণের জন্য প্রস্তুত রাখি।
এই প্রজেক্টের মাধ্যমে আমরা শিখেছি কিভাবে সামাজিক উদ্যোগ নিতে হয়, সাধারণ মানুষকে সচেতন করতে হয় এবং নেতৃত্ব দিয়ে একটি টিম পরিচালনা করতে হয়। এই ধরনের কাজ আমাদের সহানুভূতিশীল ও দায়িত্ববান নাগরিক হতে সাহায্য করে।