
স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য পাকা টয়লেট স্থাপন
আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর ভাবে বেঁচে থাকার জন্য পাকা টয়লেট এর অনেক ভূমিকা রয়েছে । পাকা টয়লেট ছাড়া আমাদের মল মূত্র খোলা পরিবেশে ত্যাগ করলে সেখান থেকে রোগ ছড়ায় । তাই স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য টয়লেট গুরত্বপূর্ণ।
৭ ম জাতীয় কমডেকাতে আমাদের কলেজ ও অংশগ্রহণ করে । আমাদের কার্যকলাপের ভিতরে আলোকিত সমাজ একটা ইভেন্ট ছিল। যেখানে আমরা ওই অঞ্চলের কিছু টয়লেট স্থাপন করি । আমি যেই গ্রুপে কাজ করি সেই গ্রুপ টোটাল 2 টা পূর্ণাঙ্গ টয়লেট স্থাপন করে । 2 টা পরিবারের প্রায় ১২-১৫ জন মানুষ এতে উপকারিতা লাভ করবে এবং তারা স্বাস্থ্যকর জীবনযাপন করবে ।
আমি এই প্রজেক্ট করার মাধ্যমে মানুষের বিচিত্র জীবনযাত্রা দেখছি কাছ থেকে। এবং তা উপলব্ধি করেছি।