
রাস্তা মেরামত ও আলোকিত সমাজ ২০২৫
অন্ধকার ও খারাপ রাস্তার কারণে দুর্ঘটনা, অসুবিধা প্রায়ই চোখে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধদের চলাচলে অনেক সমস্যা হয়। এই সমস্যা দেখে মনে হয়েছে — আমাদের আশেপাশের পরিবেশ আমরাই পরিবর্তন করতে পারি। তাই এই উদ্যোগ নিই।
আমরা সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপের কয়েকজন রোভার সদস্য সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ৪ দিনব্যাপী “রাস্তা মেরামত ২০২৫” প্রকল্পে অংশগ্রহণ করি। ভাঙাচোরা রাস্তার গর্তে মাটি ও ইট দিয়ে ভরাট করি এবং চলাচলের উপযোগী করি। এতে করে স্থানীয় মানুষদের যাতায়াতে সহজতা আসে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।
এই প্রকল্প থেকে আমি শিখেছি, ছোট উদ্যোগ ও দলগত প্রচেষ্টায় একটি অঞ্চলকে নিরাপদ ও সুন্দর করা সম্ভব। আমি নেতৃত্ব, জনসম্পৃক্ততা এবং বাস্তব সমস্যার সমাধানে কাজ করার দক্ষতা অর্জন করেছি।