
রাস্তা মেরামত ২০২৫
মানুষের যাতায়াত সহজ করা ও দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখার ইচ্ছাই আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেছে। একজন রোভার হিসেবে মানুষের কাজে লাগাটাই আমার মূল অনুপ্রেরণা।
আমরা সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপের কয়েকজন রোভার সদস্য সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ৪ দিনব্যাপী “রাস্তা মেরামত ২০২৫” প্রকল্পে অংশগ্রহণ করি। ভাঙাচোরা রাস্তার গর্তে মাটি ও ইট দিয়ে ভরাট করি এবং চলাচলের উপযোগী করি। এতে করে স্থানীয় মানুষদের যাতায়াতে সহজতা আসে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে।
এই প্রকল্পের মাধ্যমে আমি শিখেছি—রাস্তাঘাট সংস্কার শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি জননিরাপত্তার সঙ্গে জড়িত। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জনগণের সেবা করার গুরুত্ব আমি উপলব্ধি করেছি।