
পুষ্টি স্যালাইন তৈরি সহায়ক ক্যাম্পেইন
অনেক সময় আমরা স্যালাইন কিনতে যেতে পারি না।বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা স্যালাইন তৈরি করা যায়।তাই আমরা স্যালাইন তৈরির কর্মসূচিটি করেছি।
আমরা পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয়ে যায়।সেখানে বাচ্চাদের আমরা বাড়িতে তৈরি পুষ্টি স্যালাইন সম্পর্কে কথা বলি।এবং সেই সাথে বাচ্চাদের পুষ্টি স্যালাইন তৈরি করে দেখায়।তাদের পুষ্টি স্যালাইন সম্পর্কে বিস্তারিত জানায়। আমরা প্রায় ৫০ জন বাচ্চাকে স্যালাইন তৈরি করা শেখায়।
বিরূপ পরিস্থিতিতে যখন স্যালাইন কেনা সম্ভব না তখন সহজেই স্যালাইনের প্রয়োজনীয়তা মেটানো যাবে।