Profile picture for user rubayet99
Bangladesh

নারী পুরুষ সমান অধিকার ২০২৫

সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা বৈষম্যের শিকার হন। এই বৈষম্য দূর করে একটি সমান অধিকারের সমাজ গড়ার স্বপ্নই আমাকে এই উদ্যোগে কাজ করতে উৎসাহ দিয়েছে। একজন রোভার হিসেবে আমি বিশ্বাস করি, ন্যায়ের পক্ষে দাঁড়ানো এবং পরিবর্তনের পথে কাজ করাই সত্যিকারের নেতৃত্ব।

সরকারি মতিলাল কলেজ রোভার স্কাউটস গ্রুপের উদ্যোগে আমরা “নারী পুরুষ সমান অধিকার ২০২৫” নামে একটি সচেতনতামূলক কর্মসূচি পালন করি। আমরা কলেজে ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ, পোস্টার লাগানো ও আলোচনাসভা আয়োজনের মাধ্যমে সকলের মাঝে নারী-পুরুষের সমান অধিকার ও মর্যাদা বিষয়ে সচেতনতা সৃষ্টি করি। শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ বৈষম্যের ক্ষতিকর দিক এবং সমান সুযোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এই প্রকল্পের মাধ্যমে আমি বুঝেছি, একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের জন্য নারী ও পুরুষ উভয়ের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোভার স্কাউট হিসেবে আমি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার দায়িত্ব ও গুরুত্ব উপলব্ধি করেছি।

Started Ended
Number of participants
10
Service hours
12
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Global Support Assessment Tool
Good Governance
Youth Engagement

Share via

Share