ঝাউচরের অগ্নিকাণ্ড নিরর্বাননে সহায়তা।
আমি সব সময় দেখতাম কেউ কখনো কোন সমস্যা বা বিপদে পড়লে আমার লিডার সব সময় নিঃস্বার্থকভাবে তাদের সাহায্যে এগিয়ে যেতেন।আমার লিডারকে এরকম অন্যদের সাহায্যে নিঃস্বার্থকভাবে এগিয়ে যেতে দেখে আমিও অন্যদের সাহায্য করার জন্যে অনুপ্রাণিত হয়েছি।
অগ্নিকাণ্ড নির্বাননের সময় আমাদের লিডার আমাদের সকলকে একত্রিত করেন এবং আমাদের সকলকে কিভাবে অগ্নিকাণ্ড নির্বানোন করা যায় সে সম্পর্কে ব্রিফ দেন এবং আমাদের বলেন যে অগ্নিকাণ্ড নির্বানোন করার জন্য কি কি করা জরুরী এবং অগ্নিকাণ্ড নির্বনোনের জন্যে আমারা কিভাবে নিরাপদ থেকে,অন্যদের কিভাবে নিরপদ রাখবো তা বুঝিয়ে দেন।
এই সার্ভিস প্রজেক্ট থেকে আমি শিখেছি কিভাবে অন্যকে সঠিকভাবে সেবা দিতে হয়। আমি নেতৃত্ব সম্পর্কে অভিজ্ঞতা পেয়েছি এবং আমি শিখেছি কিভাবে বিপোদ মোকাবেলার সময় অন্যদের সাথে যোগাযোগ করতে হয় এবং অন্যদের সাহায্য করতে হয়।