Profile picture for user Najmul Hasan Polash_1
Bangladesh

জীবন বাঁচানোর জন্য রক্তদান।

রক্ত দানের কারনে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব রক্তর অভাবে আমাদের দেশের অনেক মানুষ মারা যায়।

রক্তদাতার শরীরের কোনো ক্ষতি তো হয়ই না, বরং নিয়মিত রক্তদান করলে বেশ কিছু উপকারও পাওয়া যায়। যে কোনো সুস্থ ব্যক্তি ৪ মাস পর এক ব্যাগ (৪৫০ মিলিলিটার) রক্ত দিতে পারবেন। এক ব্যাগ রক্ত শরীরের মোট রক্তের মাত্র ২ থেকে ৩ শতাংশ। এ পরিমান রক্ত কাউকে দান করলে শরীরের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। আরেক গবেষণায় দেখা যায়, যারা বছরে দুই বার রক্ত দেয়, অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে।

Number of participants
5
Service hours
3
Beneficiaries
5
Location
Bangladesh
Topics
Health lifestyles
Humanitarian action
Peacebuilding

Share via

Share