Profile picture for user arafat hossen labib
Bangladesh

দিনমজুদের মাঝে ইফতার বিতরণ

রমজান মাসে রোজাদারকে ইফতার করানোর ফজিলত সম্পর্কে ইসলাম সুস্পষ্টভাবে উৎসাহ দিয়েছে। রমজান মাস বিশ্বব্যাপী মুসলমানদের জন্য একটি পবিত্র সময়—এটি আত্মশুদ্ধি, ধৈর্য, ইবাদত, আত্মনিয়ন্ত্রণ ও মানবসেবার মাস। এ সময় মানুষ একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তেমনি অন্যদিকে দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলে।
রমজানের মূল শিক্ষা হলো আত্মিক উন্নয়ন, সহানুভূতি ও সামষ্টিক কল্যাণ—যা সরাসরি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই মাসে রোজাদারদের ইফতার করানো, দান-সদকা করা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করাই ইসলামের প্রকৃত উদ্দেশ্যগুলোর অন্যতম।
এই প্রকল্পের মাধ্যমে আমরা উপলব্ধি করেছি যে, একজন মানুষের একা ভালো থাকা যথেষ্ট নয় — সমাজের সকল স্তরের মানুষের ভালো থাকার দায়িত্বও আমাদের নিতে হবে। রমজান মাসের ইফতার আয়োজনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে, দরিদ্র, অনাহারী কিংবা পথের পাশে থাকা মানুষদের একটু ভালো খাবার দেওয়াটাও হতে পারে বড় একটি সাদকা ও মহৎ কাজ।
Number of participants
15
Service hours
6
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Humanitarian action
Youth Engagement
Healthy Planet

Share via

Share