Profile picture for user hasanmahmudsohan
Bangladesh

ডেঙ্গু সচেতনা অভিযান

সরকারি দেবেন্দ্র কলেজ এর সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম স্যার কমিশনার, বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা রোভার। আরো ছিলেন জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন স্যার সহকারী কমিশনা, বাংলাদেশ স্কাউটস, মানিকগঞ্জ জেলা রোভার। কর্মসূচি টি উদ্বোধন করেন এবং ইউনিট এর গ্রুপ সম্পাদক জনাব মোঃ রাশেদ সরোয়ার স্যার এর নেতৃত্বে কলেজ গেইটের এর সামনে ও আশেপাশের এলাকায় জনসচেতনতামূলক র‌্যালি ও স্লোগান দেওয়া হয় এবং ডেঙ্গুর প্রতিকার নিয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। আমরা এই থেকে শিখতে পেরেছি কিভাবে ডেঙ্গু থেকে মানুষকে সচেতন করবো এবং নিজে সচেতন হবো। 

রাখিব চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু প্রতিকার’-এ স্লোগান সামনে রেখে সরকারি দেবেন্দ্র কলেজ রোভার ও গার্ল-ইন রোভার ইউনিট এবং মানিকগঞ্জ জেলা রোভার এর উদ্যোগে জনসচেতনতামূলক ডেঙ্গু প্রতিকার ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমে আমরা মানুষকে সচেতন করতে পেরেছি এবং ডেঙ্গু থেকে মানুষকে কিভাবে সচেতন থাকতে হয় আমরা সেটা বুঝাতে পেরেছি। 

আমি জনসাধারণের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। মানুষের সমস্যা গুলোকে কাছ থেকে দেখেছি ও সমাধান করতে পেরেছি। এর মাধ্যমে আমরা নিজেরাও সচেতন হয়েছি এরং অন্যকে করেছি। আমরা যদি সচেতন না হতাম তাহলে মানুষকে কিভাবে সচেতন করতাম আগে নিজেকে সচেতন হতে হবে তার পর লোকেদের সচেতন হতে হবে। তাই আমরা লোকেদের সচেতন করার জন্য এই উদ্যোগ নিয়েছি। 

Number of participants
27
Service hours
5
Beneficiaries
170
Topics
Global Support Assessment Tool
Healthy Planet
Nature and Biodiversity

Share via

Share