ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও লিফলেট বিতরণ।
ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এবং এই ভাইরাসবাহিত এডিস ইজিপ্টাই নামক মশার কামড়ে হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি চার থেকে ছয়দিনের(৩-১৩ ক্ষেত্রে) মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়।
তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন" এই শ্লোগানকে সামনে রেখে, স্কাউট ও লিডারদের তত্ত্বাবধানে সব বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরন। বাড়ির বিভিন্ন জায়গায় এডিশ মশার লার্ভা শনাক্তের পাশাপাশি তা ধ্বংস করাসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে স্কাঊটরা সর্বাত্মক সহযোগিতা করবে।
আমাদের এটা জানতে হবে যে এই বৃষ্টির সাথে আসে ডেঙ্গুর মতো সংক্রামণের ভয়। ডেঙ্গু সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত থাকে। গ্রীষ্মের আগে এবং বর্ষাকালে এটি বেশি ঘটে। বেশিরভাগ মার্চ থেকে জুন পর্যন্ত ডেঙ্গু জ্বরএর প্রকোপ বেশি দেখা যায়। এপ্রিল মাসে সবচেয়ে বেশি মানুষ অসুস্থ হয়। এরপর জুন ও জুলাই মাসে কম মানুষ অসুস্থ হয়। এডিস প্রজাতির স্ত্রী মশার কামড়ে সাধাণত এই রোগটি হয়ে থাকে। প্রতি বছর প্রচুর মানুষ এই জোরে আক্রান্ত হন। মানুষ যদি এর সঠিক চিকিৎসা না পান, তাহলে মানুষ মারাও যেতে পারে।