Profile picture for user mahafuj369
Bangladesh

বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা

বৃক্ষ আমাদের জীবনের একটি অংশ হিসেবে কাজ করে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের মূল কারণ গাছের সংখ্যা কমে যাওয়া। বৃক্ষ যত বেশি থাকবে বায়ু তত কম দূষিত হবে। আমি জানি দেশের সেবা করা আমাদের সকলের দায়িত্ব, তাই একজন স্কাউট হিসেবে বৃক্ষরোপণ ও জলবায়ু সচেতনতা মূলক ক্যাম্পেইন করার চিন্তা ভাবনা থেকে আমি গাছ লাগানো এবং চারা বিকরণ করার উদ্যোগ গ্রহণ করছি।
১৮ ই জুলাই ২০২৫ তারিখ আমি এবং আমার টিমের মোট ১০ জন রোভার সদস্য সহ সিদ্ধান্ত নিই আমরা বৃক্ষ রোপণ এবং সকলের মাঝে বিতরণ করবো, আমরা জেলা লিডার থেকে চারা সংগ্রহ করি এবং অনুমতি ক্রমে আমাদের রোভার ডেনের পাশ্ববর্তী এলাকা সহ কলেজের বাগানে বৃক্ষ রোপণ করি। এবং আমাদের সাথে রোভার স্কাউট লিডার, জেলা লিডার বৃন্দ সহ উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপণ শেষে আমরা রোভার এবং স্কাউট সদস্যদের নিকট চারা বিতরণ শুরু করি। পরবর্তী ১৯ তারিখ আমরা চারাগাছ গুলো দেখাশোনা করি এবং যত্ন নিই। এর মাধ্যমে আমাদের কার্যক্রম সমাপ্ত করি।
এই বৃক্ষরোপণ কার্যক্রম থেকে আমি শিখেছি, পরিবেশ রক্ষায় আমাদের ছোট পদক্ষেপও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে তারা গাছ লাগাতে আগ্রহী হয় এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসে। 🌿 দলবদ্ধভাবে কাজ করলে যেকোনো কাজ সহজ হয় এবং বেশি মানুষের উপকারে আসে। গাছ লাগানোর পর নিয়মিত যত্ন নেওয়া কতটা প্রয়োজন, সেটিও শিখেছি। সবচেয়ে বড় শিক্ষা হলো, পরিবেশ বাঁচাতে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করা উচিত।
Started Ended
Number of participants
10
Service hours
12
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Youth Programme
Youth Engagement
Humanitarian action
SDGS

Share via

Share