Profile picture for user rajnur1122
Bangladesh

বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৫ সবুজে সাজাই বাংলাদেশ।

বগুড়া আজিজুল হক কলেজে প্রকৃতি ও বগুড়া জেলা রোভার স্কাউটের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। ১২ জন রোভার স্কাউট এই কার্যক্রমে অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয়, যা তারা নিজ বাসা বা আশপাশে রোপণ করবে। গাছ পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয় এবং ভবিষ্যতে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার অঙ্গীকার করে। আসুন, সবাই মিলে গাছ লাগিয়ে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
আমাদের এই বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি বগুড়া আজিজুল হক কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়। প্রকৃতি ও বগুড়া জেলা রোভার স্কাউট যৌথভাবে গাছ রোপণ করে এবং সবাইকে বেশি করে গাছ লাগাতে উৎসাহিত করে। এই কর্মসূচিতে ১২ জন রোভার স্কাউট অংশ নেয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয়, যা তারা নিজ বাসা বা আশপাশে রোপণ করবে। গাছ পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয় এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার অঙ্গীকার করে। আসুন, সবাই মিলে গাছ লাগিয়ে গড়ে তুলি সবুজ ও সুন্দর বাংলাদেশ।
এই প্রকল্পের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সচেতন করছি যে, বনাঞ্চল ধ্বংসের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন আমাদের জন্য হুমকি হয়ে উঠছে। পরিবেশ ও জলবায়ু রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তাই আমরা তাদের বোঝাচ্ছি—বেশি করে গাছ লাগানোই হলো টেকসই ভবিষ্যতের পথ। গাছ রোপণের মাধ্যমেই আমরা পরিবেশকে রক্ষা করতে পারি এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি।
Started Ended
Number of participants
12
Service hours
10
Beneficiaries
150
Location
Bangladesh
Topics
Youth Programme
Healthy Planet
Nature and Biodiversity
Peacebuilding

Share via

Share