Profile picture for user ashikahmed999
Bangladesh

বন্যার্তদের পাশে স্কাউট গ্রুপ”"

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একজন স্কাউটের নৈতিক দায়িত্ব। “সেবাই যাদের মূলমন্ত্র”—এই মূল চেতনা থেকেই আমাদের পথচলা। দেশের যেকোনো বিপদে নিজেকে আগে এগিয়ে দেওয়া, মানুষকে সাহায্য করার মাঝেই আমরা খুঁজে পাই সত্যিকারের স্কাউটিংয়ের মানে। বন্যার্ত, অসহায়, পানিবন্দি মানুষগুলোকে সামান্য একটু সহায়তা, একটু খাবার, একটু ভালোবাসা—এই চেষ্টাগুলোই আমাদের উদ্দেশ্য।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায় ২৬ আগস্ট, ২০২৪ তারিখে শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে দ্বিতীয় ধাপে বৃহৎ আকারে একটি সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। এই ধাপে কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলা ও ভুড়িচং উপজেলার বিভিন্ন প্লাবিত ও ক্ষতিগ্রস্ত গ্রামে মোট প্রায় ৩৫০টি পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও আমাদের দল: একটি আশ্রয়কেন্দ্রে ২০০ পরিবারের জন্য রান্না করা খাবার প্রস্তুত ও বিতরণ করে।
এই অভিযানের মাধ্যমে স্কাউট সদস্যরা বাস্তব জীবনের দুর্যোগ পরিস্থিতিতে: দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও পরিস্থিতি অনুযায়ী কাজ করার দক্ষতা অর্জন করেছে দলগত কাজ, নেতৃত্ব ও সমন্বয় বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করেছে মানবিক সহানুভূতি, সহমর্মিতা ও সত্যিকারের সেবার মূল্য বুঝেছে রান্না, স্বাস্থ্য সচেতনতা, প্যাকেজিং ও বিতরণ কৌশল—এসব বিষয়ে প্রায়োগিক শিক্ষা পেয়েছে।
Started Ended
Number of participants
25
Service hours
24
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Better Choice
Civic engagement
Clean Energy
SDGS

Share via

Share