Profile picture for user arabinda44
Bangladesh

আলোকিত সমাজ: স্যানিটারি সামগ্রী বিতরণ

আমি বিশ্বাস করি, একটি সচেতন ও সুস্থ সমাজ গঠনে স্যানিটেশন ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে স্যানিটারি সামগ্রী বিতরণ করার মাধ্যমে আমি একটি ছোট পরিবর্তনের সূচনা করতে চেয়েছি। স্কাউট হিসেবে মানুষের সেবা করার যে অঙ্গীকার, সেটাই আমাকে এই কাজের জন্য অনুপ্রাণিত করেছে।
গ্রামে গিয়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে স্যানিটারি ন্যাপকিন, সাবান, ব্রাশ ইত্যাদি বিতরণ করা হয়।প্রত্যেক পরিবারকে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে বুঝিয়ে সচেতন করা হয়।কিছু কিছু এলাকায় হাতে-কলমে ব্যবহার পদ্ধতিও দেখানো হয়।
কমিউনিটি মানুষের চাহিদা ও সমস্যা বোঝার বাস্তব অভিজ্ঞতাজনসচেতনতা তৈরির কার্যকর পদ্ধতি শেখাসমাজসেবার প্রতি দায়িত্ববোধ আরও গভীর হয়েছে
Number of participants
99
Service hours
5
Beneficiaries
690
Location
Bangladesh
Topics
Better Choice
Civic engagement
Good Governance

Share via

Share