
২০২৪ এ বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম
নোয়াখালী ফেনীর হঠাৎ বন্যা পরিস্থিতির অবনতির কারণে পুরা জেলা তলিয়ে যাচ্ছিলো। বাসায় বসে বসে সেইসব ভিডিও দেখা সম্ভব ছিল না। রোভার স্কাউট হিসাবে নিজের মধ্যে সেবার মনোভাব লালন করি। তাই নিজের সামর্থ অনুযায়ী মানুষ কে সাহায্য করতে রওনা হই।
ফেনীর ডিসি অফিসে পৌঁছে আমরা পরিকল্পনা করি কিভাবে কাজ করবো। প্রথমে ডিসি অফিস থেকে স্পিড বোট নিয়ে উদ্ধান্ত কার্যে রওনা দেই। সারাদিন উদ্ধার কার্য পরিচালনা করে সন্ধ্যায় ক্যাম্প এ ফিরে আসি। এভাবে ফেনী টে তিন দিন উদ্ধার কার্য সম্পন্ন করি।
তারপর সরাসরি নোয়াখালী যাত্রা করি। সেখানে আমাদের আরেক টিম ত্রাণ নিয়ে কাজ শুরু করে। আমিও সেখানে যোগ দেই। আমরা সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করি। প্রায় ৭ দিন সেখানে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম করি। প্রতিদিন নৌকা দিয়ে গড়ে ১৫০/২০০ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতাম।
এই কাজটি করে আমি শিখেছি:
মানুষের দুঃখ-কষ্টকে কাছ থেকে উপলব্ধি করা
বিপদের সময় ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা
সহানুভূতি ও সহমর্মিতা দেখানো
দায়িত্ব নিয়ে কাজ করা ও টিমওয়ার্ক করা
দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া
একজন রোভার হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব