পরিচ্ছন্নতা ও সচেতনতার অভিযান

এই প্রকল্প শুরু করার মূল অনুপ্রেরণা এসেছে আমাদের চারপাশের পরিবেশ দেখে। আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এবং বিশুদ্ধ পানির বিষয়ে মানুষের সচেতনতার ঘাটতি আমাদের চোখে পড়ে। এর ফলে নানা ধরনের রোগ ছড়ায়, বিশেষ করে শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। একজন রোভার স্কাউট হিসেবে সমাজের জন্য কিছু করা আমাদের দায়িত্ব, আর কাব স্কাউটদের সম্পৃক্ত করে ছোটবেলা থেকেই তাদের মধ্যে স্বাস্থ্যবিধি, দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতা তৈরি করা যায় এই উপলব্ধিই আমাদের প্রকল্প শুরু করতে অনুপ্রাণিত করেছে। আমরা প্রকল্পটি দুই দিন ধরে বাস্তবায়ন করেছি। প্রথম দিনে কাব স্কাউটদের নিয়ে স্কুল ও আশেপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করি। আমরা তাদের হাতে-কলমে শেখাই কীভাবে সঠিকভাবে হাত ধোয়া যায় এবং বিশুদ্ধ পানি ব্যবহারের উপকারিতা কী। দ্বিতীয় দিনে আমরা স্থানীয় বিদ্যালয়, বাজার ও অন্যান্য জনবহুল স্থানে সচেতনতামূলক পোস্টার লাগাই। পোস্টারগুলোতে ছিল পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাত ধোয়ার নিয়ম, বিশুদ্ধ পানি ব্যবহার এবং রোগ প্রতিরোধ সম্পর্কিত বার্তা, যা সাধারণ মানুষ সহজেই বুঝতে পেরেছে এবং গুরুত্ব দিয়েছে। এই প্রকল্প থেকে আমরা শিখেছি যে ছোটদের সম্পৃক্ত করলে তারা দায়িত্বশীল হয়ে ওঠে এবং তাদের উৎসাহ অন্যদেরও অনুপ্রাণিত করে। আমরা বুঝেছি যে শুধু কথা বলে নয়, বাস্তব কাজ করে দেখালে মানুষ বেশি গুরুত্ব দেয় এবং সচেতন হয়। দলবদ্ধভাবে কাজ করলে যে কোনো উদ্যোগ সহজে সফল করা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্থানীয় মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো উদ্যোগ টেকসই হয় না।
Number of participants
5
Youth development hours
30
Location
Topics
Health lifestyles
Healthy Planet
Humanitarian action
SDGS

Share via

Share