Profile picture for user noyon898
Bangladesh

মানবতার সেবায় স্কাউটদের পদচারণা"

আলো ছড়ানোর একদিন: ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটিতে স্কাউটদের মানবিক মিশন ২০২৫ সালের এক শীতের সকালে আমাদের স্কাউট দলের কিছু সদস্যকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির আয়োজিত সচেতনতামূলক ও সহায়তা কার্যক্রমে অংশ নিতে। জানতাম দিনটা ব্যতিক্রমী হবে, কিন্তু কতটা হৃদয়ছোঁয়া হবে—তা আমরা কল্পনাও করতে পারিনি। সোসাইটির অফিসে পৌঁছে আমাদের প্রথম কাজ ছিল ক্যান্সার রোগীদের জন্য সচেতনতামূলক পোস্টার টানানো, ভিজ্যুয়াল বোর্ড তৈরি করা, আর ভিজিটরদের গাইড করে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যস্ত হয়ে পড়ি—কেউ কুইজ পরিচালনা করছে, কেউ আবার হাতে হাতে লিফলেট পৌঁছে দিচ্ছে। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় সেই ওয়ার্ডে, যেখানে ক্যান্সার আক্রান্ত শিশুরা চিকিৎসাধীন। সেখানে গিয়ে আমরা শুধু কাজ করিনি, আমরা প্রাণ খুলে হাসি ছড়িয়েছিলাম। গান, গল্প, পেইন্টিং, বেলুন দিয়ে সাজানো—সবকিছুতেই আমাদের ছিল আনন্দের অংশীদারিত্ব। এক ছোট্ট মেয়ে—আয়েশা—যার চোখে ছিল হাজারো স্বপ্ন, বলল, "আপুরা, ভাইয়ারা এলে মনে হয় যেন আমি আর হাসপাতালে না, স্কুলে আছি।" এই একটি বাক্য আমাদের হৃদয় জয় করে নিয়েছিল। দিন শেষে আমরা বুঝেছিলাম—মানুষের পাশে দাঁড়ানো মানেই শুধুই শারীরিক সেবা নয়, মানসিক শক্তি দেওয়াটাও বড় একটি কাজ। আর একজন স্কাউট হিসেবে আমরা সেই আলো ছড়ানোর দায়িত্ব নিয়েই এসেছি। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির সাথে কাজ করে আমরা শুধু নতুন কিছু শিখিনি, বরং ভালোবাসা ও সহানুভূতির মানে আরও গভীরভাবে বুঝতে পেরেছি।
Location
Topics
Good Governance
Peacebuilding
Growth

Share via

Share