
জুলাইয়ের শহীদরা ভুলে যাওয়ার জন্য নয় — 🇧🇩❤️
আজ ৫ আগস্ট ২০২৫, গোল্ডেন টাই স্কাউটস গ্রুপের এক গৌরবময় অধ্যায় রচিত হলো।
আমরা শ্রদ্ধা জানিয়েছি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া স্কাউটের ৮ জন বীর সন্তানকে — যারা শুধু স্কাউটের পোশাকেই নয়, বুকের গভীরে দেশপ্রেম ধারণ করেছিলেন।
বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরে আয়োজিত এই বিশেষ ট্রুপ ও ক্রু-মিটিং-এ উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সম্মানিত সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ Mir Snigdho এবং এডহক উপকমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ। MD Reazul Islam Mahammad Sayed Basit
সভাপতিত্ব করেন আমাদের প্রিয়, সুযোগ্য সভাপতি — জনাব মোঃ রুহুল আমিন, পরিচালক, বাংলাদেশ স্কাউটস, যাঁর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলছে আমাদের এই প্রাণের গ্রুপ।
💥 আজ আমরা শুধু বীর শহীদদের স্কাউট সালামই জানাইনি —
আজ আমরা শপথ করেছি,
“যারা শহীদ হয়েছেন স্কাউটের চেতনায়, তাদের উত্তরসূরি হিসেবেই বাঁচবো আমরা।”
তাদের রক্তের ঋণ শোধ করবো কর্ম, আদর্শ ও দেশপ্রেম দিয়ে
Location
Topics
Entrepreneurship
Inner peace and spirituality
Youth Programme
SDGS