
হজ্জ ক্যাম্প -২০২৫
হজ ক্যাম্প বলতে সাধারণত বোঝানো হয় হজযাত্রীদের জন্য নির্ধারিত একটি অস্থায়ী স্থাপনা বা ঘাঁটি, যেখান থেকে তারা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করেন। বাংলাদেশে প্রতি বছর হজ মৌসুমে রাজধানী ঢাকায় একটি সরকারি হজ ক্যাম্প স্থাপন করা হয়। আমি এইবছর হজ ক্যাম্পে সেবাদান কার্যক্রমে ছিলাম।
সেখানে হাজীদের যেকোনো বিষয়ে সাহায্য এবং বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তাদের সাহায্য করা হয়। আমি হজ ক্যাম্পে এই বছর ধর্ম মন্ত্রণালয় কতৃক লাব্বাঈক অ্যাপসটি হাজীদের ফোনে ইনস্টল করে সেটিং করে দেই যার সাহায্যে তারা কোরআন পাঠ,মোবাইল ব্যাংকিং,ডাক্তার দেখানো থেকে আরও বিভিন্ন সাহায্য পেয়ে থাকেন।
Location
Topics
Better Choice
Humanitarian action
Inner peace and spirituality
SDGS